Breaking
25 Dec 2024, Wed

ভুল দিনে গিয়ে ওষুধ দোকানে ধাক্কা পুলিশের, চিৎকারে নাজেহাল বাসিন্দারা,চিন্তায় ব্যবসায়ী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে শহরে রাতে ঔষধ দোকান বন্ধ থাকে বলে অনেক অভিযোগ রয়েছে। গতকাল রাতে ঝাড়গ্রামের শহরের পাঁচমাথা মোড়ের একটি ঔষুধ দোকান ‘পালস’ নামে ওই দোকানটিতে পুলিশ গিয়ে হেনস্তা করে। সেই দোকানের মালিক জানান,’প্রশাসন থেকে দেওয়া লিস্ট অনুযায়ী আমার দোকান খোলা থাকবে ১৯ তারিখ রাত থেকে পরের দিন ২০ তারিখ ভোর অব্দি। কিন্তু কোন কারণবশত গতকাল ১৮ তারিখ রাতে পুলিশ চলে আসে আমার দোকানে এবং রাত ১টা থেকে আমার দোকানের সাটারে ধাক্কা মারতে ও চিৎকার করে ডাকতে থাকে। এর ফলে ওই এলাকার পাড়ার লোকজন খুবই বিরক্তি হতে থাকে। আমার দোকানের ছবিও তুলে নিয়ে যায়।’ তিনি অভিযোগ করেন যে,’আসলে পুলিশ কি ঠিকমতো জানেই না কবে কার ঔষুধ দোকান খোলা!’ পুলিশের এমনই কাণ্ড জ্ঞানহীন আচরণে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Developed by