ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৬ সেপ্টেম্বর বেলিয়াবেড়া ব্লকের আগড়বনী ও রামপুরা গ্রামের দুজনের মৃত্যু হয় হাতির হানায়। ওই দিন সকাল থেকে সন্ধ্যা দাঁতাল হাতি উপদ্রব চালায় এলাকায়। ভোর সাড়ে ৪টা নাগাদ হাতিটি কল্যানী ঘোষ(৩২)র পেটে দাঁত ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হত কল্যানী দেবীর। তারপর সারাদিন দাঁপিয়ে বেড়ানোর পর বিকেল ৩টা নাগাদ রামপুরা গ্রামের অরবিন্দ দন্ডপাট(৭২) এক ভবঘুরে ব্যক্তিকে শুঁড় দিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁরও। ঘটনার একদিন পেরোতেই জেলা পুলিশের পক্ষ হাতির হানায় মৃত মহিলা সহ দুজনের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হল ১০,০০০টাকা। এদিন আগড়বনী গ্রামে ডিএসপি দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ গিয়ে মৃত কল্যানী ঘোষের স্বামী নির্মল ঘোষের হাতে এবং রামপুরা গ্রামে গিয়ে মৃত অরবিন্দ দন্ডপাটের ভাইপো অভিজিৎ দন্ডপাটের হাতে ক্ষতিপূরণ তুলে দেন।গতকাল আগড়বনী গ্রামে পঞ্চায়েতের কর্মী গিয়ে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিয়ে আসেন কল্যানী দেবীর স্বামীর হাতে।