Breaking
25 Dec 2024, Wed

প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো কথা হয়েছে: মমতা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দীর্ঘ দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, সদর্থক আলোচনা হয়েছে। রাজ্যের দাবি দাওয়ার বিষয়গুলি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। মমতা বলেন, ‘রাজ্যের নাম বদলের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছি। তাঁকে রাজ্যে আসার আমন্ত্রণও জানিয়েছি’। তবে এনআরসি নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সময় চাওয়া হয়েছে। অমিত শাহর দপ্তর থেকে সময় পেলে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন বলে মমতা জানিয়েছেন।

Developed by