Breaking
1 Nov 2024, Fri

পরিবেশ দূষণের বার্তা নিয়ে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম ‘ ভবিষ্যৎ’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ‘মা’ আসছে বলে কথা, এই সময়টাই তো পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকারই বিশেষ উৎসব। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। সে রকমই অভিনব ভাবনার পুজোয় প্রকাশ ঘটতে চলেছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর সর্বজনীনের এবারের থিম।

অভিনব সব থিমে সাজছে ঝাড়গ্রামের পুজোমণ্ডপ। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব এবার ৭০ তম বর্ষ। পুজোর বাজেট ১১ লক্ষ টাকা। পুজোর থিম ‘পরিবেশের ভবিষ্যৎ’। শিল্পী অভিজিৎ রায়ের তত্বাবধানে মন্ডপ তৈরি করা হচ্ছে। প্লাস্টিক দূষণের ফলে আগামী দিনে পরিবেশের ভবিষ্যৎ কি তা বোঝানো হচ্ছে এই মন্ডপে। মন্ডপটি তৈরি হচ্ছে একটি গ্লোবের আদলে। গ্লোবে দেখা যাবে পৃথিবী কিভাবে শুকনো হয়ে যাচ্ছে। আর জলাশয়ের জায়গায় প্লাস্টিক জমে ভর্তি হচ্ছে। এভাবেই আগামী দিনের পরিবেশের ভবিষ্যতের বার্তা দিতে চেয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। মন্ডপের ভিতরে একটি ১০ ফুট লম্বা একটি দুর্গা থাকবে। ওই দুর্গা সমস্ত অপ্রয়োজীনয় জিনিসপত্র (প্লাস্টিক, পাইপ, গাড়ির অব্যবহারর্য যন্ত্রপাতি, সাইকেলের চেন, গিয়ার বক্স, সার্কিট বোর্ড, গাড়ির সকার) দিয়ে তৈরি করা হয়েছে। তবে মূল প্রতিমাটি কুমোরটুলির বাংলা ডাকের সাজে প্রতিমা। মন্ডপের ১০০ মিটার ব্যার্সাধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ, জলের সচেতনতা, প্লাস্টিক বর্জন এসমস্ত কিছু সচেতনতামূলক প্ল্যাকার্ড থাকবে। আলোর মাধ্যমেও পরিবেশের সচেতনতা বার্তা তুলে ধরা হবে।

Developed by