ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড়ের পডিহা গ্রামে জল সংরক্ষণ ও স্বচ্ছভারত অভিযান চালালো সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়ন। বুধবার সকালে ওই গ্রামকে আবর্জনা মুক্ত করতে সাফাই অভিযানে নামেন সিআরপিএফ জওয়ানরা। এছাড়াও গ্রামে তিনটি জলের জন্য সাবমার্শাল পাম্প বসানো হয়। একদা পডিহা ছিল মাওবাদীদের আঁতুড় ঘর ছিল। সেই জায়গায় জনসংযোগ বাড়াতে নানান উদ্যোগ নিয়েছে সিআরপিএফ। এদিন অনুষ্ঠানে আদিবাসী নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানের শেষে সিআরপিএফের উদ্যোগে গ্রামাবাসীদের খিঁচুড়ি খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়নের কমাডন্ট বজরঙ্গ লাল, ডেপুটি কমাডন্ট সিরাজুল ইসলাম সহ অফিসাররা।