Breaking
27 Dec 2024, Fri

দহিজুড়ির পর বিনপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন শেখ আলিশান আলি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :দহিজুড়ির পর বিনপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন শেখ আলিশান আলি। ঝাড়গ্রাম জেলার বিনপুরের বাসিন্দা রাজকুমার দত্ত গত ২৩ জুলাই অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন। পরিবারের একমাত্র উর্পাজনশীল ব্যক্তির মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তাঁর পরিবার। বিনপুরের যুবক পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী শেখ আলিশান আলির নেতৃত্বে একদল মুসলিম যুবক পরিবারের পাশে হিন্দু মৃত ব্যক্তির পাশে দাঁড়ান। হাসপাতালে ময়নাতদন্ত করা থেকে তাঁর ডেথ সার্টিফিকেট পাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থা করে দেন যুবকরা। পরিবারের কাছে মুশকিল আসান রূপে দাঁড়ান ওই মুসলিম যুবকরা। শনিবার রাজকুমারের বাড়িতে পুরোনো টিনের চাল দিয়ে বৃষ্টি যাতে না পড়ে সে জন্য নতুন ত্রিপল দিয়ে পুরো টিনের চাল ত্রিপল দিয়ে বেঁধে দেন। এমনকি তাঁর পরিবারের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ছেলের জন্য নতুন জামা-কাপড়ও হাতে তুলে দেন।

Developed by