Breaking
27 Dec 2024, Fri

হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি,সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের দোগোরিয়া গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি,সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের দোগোরিয়া গ্রামে। শুক্রবার রাতে ঝা়ডগ্রাম ব্লকের দোগোরিয়া গ্রামে দলমার হাতি রাতে ঢুকে পড়ে। গৌতম মাহাতো নামে এক গ্রামবাসীর খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি সম্পূর্ণ ভেঙে তছনছ করে দিয়েছে। কোনক্রমে প্রাণে বেঁচেছেন তাঁর পরিবারের লোকেরা।

Developed by