Breaking
27 Dec 2024, Fri

বুধবার সরকারি কর্মীদের হাফ ছুটির ঘোষণা রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেখা নেই মহার্ঘ ভাতা৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে বেতন কমিশনের ভবিষ্যৎ৷ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই সাত মাস বাড়ানো হয়েছে৷ আর তার জেরে দীর্ঘ হচ্ছে বেতন বঞ্চনার ক্ষোভ৷ বেতন কমিশন কার্যকর করার দাবিতে ইতিমধ্যেই বিধানসভার সবর হয়েছেন বিরোধীরা৷ দীর্ঘদিন ধরে বেতন অসন্তোষ প্রভাব পড়েছে ইভিএমে৷ ভোট গণনায় দেখা গিয়েছে, ব্যাটল পেপারে বিজেপির দখলে গিয়েছে অন্তত ৩৪টি আসন৷ নির্বাচন কমিশনের তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরের৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ কিছুটা মেটাতে ছুটির ঘোষণা রাজ্য সরকারের!

আজ, বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সরকারি থেকে আধা সরকারি ও পুরসভা থেকে সরকারি সমস্ত স্কুলে হাফ ছুটি থাকবে৷ আগামী বুধবার দুপুর দু’টোর পর থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে ছুটি হয়ে যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ গত বছরও বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে একই ভাবে সরকারি কর্মীদের হাফ ছুটি ঘোষণা করা হয়৷ (এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- wbfin.nic.in/writereaddata/5266-F(P2).pdf)

Developed by