Breaking
1 Nov 2024, Fri

নিলামে উঠবে মোদির প্রাপ্ত উপহার,উপহার বেচে গঙ্গা সংস্কার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সব উপহার পেয়েছেন, সেগুলি এবার নিলামে বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্র। আপাতত ২ হাজার ৭৭২টি উপহার সুসজ্জিত রয়েছে ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টসে। রয়েছে শাল, পোট্রেট, তরবারি। দেশের মুখ্যমন্ত্রীরা সহ বিদেশে প্রাপ্ত উপহারগুলোই এখানে থাকবে। ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টারের তৈরি একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আগামী ১৪ সেপ্টেম্বর এই উপহারগুলোর নিলাম হবে। যা অর্থ পাওয়া যাবে তা পুরোটাই দান করে দেওয়া হবে গঙ্গা সংস্কার প্রকল্পে।মোট ২ হাজার ৭৭২টি উপহার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম ২০০ থেকে আড়াই লক্ষ টাকা হবে বলে জানান কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। অবশ্য এই প্রচেষ্টা প্রথমবার নয়। এর আগে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর পাওয়া ১ হাজার ৮০০টি উপহার নিলামে বিক্রি করা হয়। সংগৃহিত অর্থ ‘নমামি গঙ্গে’ প্রকল্পে ব্যবহার করা হয়।

Developed by