Breaking
27 Dec 2024, Fri

ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট, দেশজুড়ে পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে এবার টানা ২ দিনের লাগাতার ধর্মঘটের ডাক৷ আগামী ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ৪টি ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন৷ একটানা ২ দিন ধর্মঘটের জেরে স্বাভাবিকভাবেই বিপত্তিতে পড়তে চলেছেন গ্রাহকদের একাংশ৷ পুজোর মুখে গ্রাহক ভোগান্তি আরও বাড়বে৷ প্রায় ২৬ থেকে ২৭ সেপ্টেম্বরের পর শনিবার ও রবিবার মিলিয়ে টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে৷

ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে ব্যাংক সংযুক্তিকরণ ঘটলে সাধারণ মানুষের সমস্যা হবে বলেও জানিয়েছেন তিনি৷ এতে গ্রাহকদের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার ব্যাংক ধর্মঘটের জেরে পুজোর মুখে চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে চলেছেন গ্রাহকদের একাংশ৷

কেননা, চলতি মাসের শেষের দিকে ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট এবং পরদিন ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনিবার ও রবিবার৷ ৩০ সেপ্টেম্বর ফের ব্যাংক খুলতে না খুলতেই শুরু হয়ে যাবে দুর্গা পুজোর উৎসব৷ ফলে, পুজোর আগে পেনশন তলা থেকে শুরু করে বেতন ঢোকা নিয়েও সমস্যায় পড়তে পারেন বহু৷ বাড়বে ভিড়৷ পুজোর মুখে যদি এই ধরনের কর্মসূচি নেওয়া হয়ে, থাকে তাহলে চূড়ান্ত সমস্যা যে হবেই তা আর বলার অপেক্ষা রাখে না৷

Developed by