Breaking
25 Dec 2024, Wed

নাইটহুড সম্মান জিওফ্রে বয়কট ও অ্যান্ড্রু স্ট্রসকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নাইটহুড উপাধিতে ভূষিত হলেন ইংল্য়ান্ডের সাবেক দুই অধিনায়ক জিওফ্রে বয়কট ও অ্যান্ডু স্ট্রস। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে-র ইস্তফাকালীন সম্মান তালিকায় মাত্র দু’জন ক্রিকেটেরারেই নাম রয়েছে। এই তালিকায় অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিত্ব। উল্লেখ্য, মে বরাবরই ক্রিকেটের ভক্ত, বিশেষত তিনি বয়কটের গুণগ্রাহী। ৭৮ বছরের বয়কট টেস্ট খেলেছেন ১০৮টি। আর ৮১১৪ রান করেছেন। প্রথম ইংল্যান্ডের ক্রিকেটার হিসাবে তিনি টেস্টে ৮০০০ রান পূর্ণ করেছিলেন। ১৯৬৪-১৯৮২ পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন বয়কট। চারবার অধিনায়কত্ব করেছেন। পরবর্তীকালে হয়েছিলেন ক্রিকেট ধারাভাষ্যকারও। অন্যদিকে অ্যান্ড্রু স্ট্রসের অধিনায়কত্বে দু’বার অ্যাসেজ জিতেছে ইংল্যান্ড। তাঁর সৌজন্যে ইংল্যান্ড টেস্টের এক নম্বর দলও হয়। ৪২ বছরের স্ট্রস ১০০টি টেস্টে ৪০.৯১-এর গড়ে ৭০৩৭ রান করেছেন। খেলা ছাড়ার তিন বছরের মধ্যে স্ট্রস ইংলিশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী প্রশাসক হয়ে উঠেছিলেন। বলা হচ্ছে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনি।

Developed by