Breaking
26 Dec 2024, Thu

কংগ্রেস ছাড়লেন  ঊর্মিলা   মাতন্ডকর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ছ’মাস যেতে না যেতেই এবার কংগ্রেসের মোহভঙ্গ অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের৷ দলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে এবার কংগ্রেস ছাড়লেন বছর ৪৫-এই অভিনেত্রী৷ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে বিপুল ভোটে হার স্বীকারের পর এবার কংগ্রেস থেকেই নিজেকে গুটিয়ে নিলেন অভিনেত্রী৷

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস থেকে পদত্যাগ করার পর অভিনেত্রী লিখেছেন, কংগ্রেসে যোগদান করে বৃহত্তর লক্ষ্যে তিনি কাজ করতে চেয়েছিলেন৷ কিন্তু দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিনি তা আর জারি রাখতে পারলেন না৷

যদিও এর আগে উত্তর মুম্বাইয়ে কংগ্রেস প্রার্থী গোপাল শেট্টির কাছে ধরাশায়ী হওয়ার পর হারের কারণ হিসেবে দলের গোষ্ঠীদ্বন্দ্বকে করেছিলেন তিনি৷ চিঠি পাঠিয়ে তিনি সরাসরি দলের নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন৷ গত ১৬ মে মুম্বাই কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্টকে চিঠি লিখে উর্মিলা জানিয়েছিলেন, তাঁর হারের পেছনে দলের একাংশ জড়িয়ে৷ দুর্ভাগ্যজনক হলেও এই সত্যি বলেও জানান তিনি৷ এবার সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার দল ছেড়ে দেওয়ার ঘোষণা উর্মিলার৷

Developed by