Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রামের বিজেপি সাংসদ ও জেলা সভাপতির উপরে প্রাণঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার গোপীবল্লভপুরের বংশীধরপুর চকের সভা থেকে এমনই আশঙ্কা প্রকাশ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন,‘ঝাড়গ্রামের জেলা সভাপতি, ঝাড়গ্রামের সাংসদদের উপরে প্রাণঘাতী হামলা চালাতে তৃণমূল। মাওবাদীদের সাহায্য নিয়ে প্রাণঘাতী হামলা চালাতে পারে তৃণমূল। তার প্রমাণ আমরা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে দিয়েছি। পরিষ্কার ভাবে বলতে চাই মাওবাদীদের দিয়ে বিজেপিকে শেষ করবেন তাহলে মুর্খের স্বর্গে আছেন। বিজেপি মাওবাদীদের বিশ্বাস করে না, তাদের ভয় পায় না। এখানে শুভেন্দুবাবু আসছেন। দিদিমণি ডাকছেন। মাওবাদীদের সঙ্গে আবার সম্পর্ক তৈরি হচ্ছে। মাওবাদীদের আবার ফিরিয়ে আনুক বিজেপি নেতাদের উপরে হামলা চালাও। আমরা জানি, আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি।’

Developed by