Breaking
25 Dec 2024, Wed

দিদিকে বলো কর্মসূচীতে তৃণমূল নেতারা গেলে তাদেরকে ‘খাওয়ান, দাওয়ান, বসানে’র হুমকি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার গোপীবল্লভপুরের বংশীধরপুর চকের সভা থেকে এমনই কথা বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন,‘দিদিকে বলো কর্মসূচীতে আপনার বাড়িতে নেতারা গেলে তাদের ভালো করে আদর করুন। তারপর বলুন আমার কাটমানির টাকা ফেরত দাও। আর যদি ফেরত না দাও তাহলে বাড়ি থেকে বেরোতে দেবো না। তারপর একে একে আপনার পাশের লোকদের ডাকুন। তারপর ভালো করে খাওয়ান, দাওয়ান, বসান। তবে আপনারা কি খাওয়াবেন কি বসাবেন সেটা আমি আপনাদের উপরে ছাড়লাম।’

Developed by