Breaking
24 Dec 2024, Tue

কাঁদনা গীতের জন্য দীপক মজুমদার পুরস্কারে সম্মানিত হলেন গোপীবল্লভপুরের কবি ও সংগ্রাহক বেবী সাউ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বাংলার প্রান্তিক মানুষের মধ্যে যে কাঁদনা গীতের প্রচলন রয়েছে তা নিয়ে সংগ্রহ ও গবেষণাধর্মী বই রচনা করেছিলেন বেবী সাউ। শ-খানেকের বেশি কাঁদনা গীত সংগ্রহ করেছেন। সহজ কথ্য বাংলায় তার রূপান্তর করেছেন ও এই আঞ্চলিক লোকসঙ্গীত ও লোকায়ত সংস্কৃতির ধারা নিয়ে বিশ্লেষণাত্মক গবেষণাধর্মী ইতিবৃত্ত লিখেছেন তিনি। বিদ্বজ্জন, পাঠক ও গবেষক মহলে পর প্রশংসিত হয় বইটি। ৭ সেপ্টেম্বর কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ‘নতুন’ ও ‘মাসিক’ কৃত্তিবাস, প্রতিভাস প্রকাশনার উদ্যোগে শিশির মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেবী সাউয়ের হাতে এ বছরের দীপক মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন বর্ষীয়ান অধ্যাপক ও প্রাবন্ধিক অমিত্রসূদন ভট্টাচার্য। অমিত্রসূদন ভট্টাচার্য বলেন,’আমি এই রকম প্রবন্ধের লেখনী বহুকাল পড়িনি। এটি একটি অসাধারণ বই।’ পুরস্কার পাওয়ার পরে বেবী সাউ বলেন,’বিশ্বায়ন ও ধর্মীয় সাম্প্রদায়িকতার সংস্কৃতির বিরুদ্ধে আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরার কাউন্টার কালচারকে গড়ে তোলাই হোক উদ্দেশ্য। কেন্দ্র ভেঙে যাক। বরং প্রান্তিক কেন্দ্রে উঠে আসুক।’

Developed by