Breaking
26 Dec 2024, Thu

দিলীপ ঘোষের হাত ধরে ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রম মল্লদেবের বিজেপিতে যোগদান


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে রাজ পরিবারের তৃণমূল নেতা দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রমাদিত্য মল্লদেব রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে যোগ দিলেন বিজেপিতে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর জেরে ঝাড়গ্রাম রাজ পরিবারে ভাঙনের আশঙ্কা প্রবল ভাবে সামনে এসেছে। বিজেপিতে যোগ দেওয়ার পর বিক্রমাদিত্য মল্লদেব বলেন,‘আমি খুব সৌভাগ্যবান। দিলীপ দার হাত ধরে বিজেপিতে যোগদান করেছি। আমি খুশি হয়েছি, যে ভালো পার্টিতে যোগদান করতে পেরে। দিলীপ দা, মুকুল দার আন্ডারে কাজ করব। ভালো রাজনীতি শিখতে পারব। আশা করছি যে রকম ভ্রষ্ট্রাচার এখানে হয়েছে আমি এসে তা সাফা করার চেষ্টা করব।’ আর দিলীপ ঘোষ বলেন,‘দেশের যুব শিক্ষিত প্রজন্মরা বিজেপির সঙ্গে রয়েছে।’

Developed by