ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এসটি তালিকা ভুক্তের দাবিতে দিল্লির যন্ত্রর মন্তরে ধর্নায় বসেছেন কুড়মী সমাজ। গতকাল কুড়মী সমাজের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর দিনটিতে কুড়মী জাতির সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা করা হয়েছিল। ওই দিনই সাংবিধানিক নিয়ম নীতিকে লঙ্ঘন করে কুড়মী জাতিকে বাদ দিয়েই এসটি তালিকা প্রস্তুত হয়৷ যার ফলে অসম, ঝাড়খন্ড, ওড়িশা, ও পশ্চিমবঙ্গ থেকে মানুষজন বাদ পড়েন। এই বঞ্চনার প্রতিবাদে কালা দিবসের সভায় যোগ দেন বিভিন্ন রাজ্যের কুড়মিরা। তারপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় স্মারক লিপি জমা দেওয়া হয়েছে বলে জানান কুড়মী সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাজেশ মাহাত।