ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিক্রমের সংযোগ বিচ্ছিন্ন হতেই কেঁদে ফেললেন ইসরোর প্রধান কে শিবম৷ মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘোষণা করেন, ‘‘পরিকল্পনা মতো অবতরণ করা হয়েছিল ল্যান্ডার বিক্রমকে৷ চাঁদের থেকে দু’ কিলোমিটার উচ্চতায় হারিয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার৷ ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তথ্য পাওয়া যাচ্ছে না৷ তবে, অরবিটারের পাঠানো তথ্য বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান প্রধান৷
ইসরোর প্রধানকে কাঁদতে দেখে এগিয়ে যান মোদি৷ পিঠ চাপড়ে বাহবা দেন ইসরোর প্রধানকে৷ দপ্তর ছেড়ে যাওয়ার আগে ইসরোর প্রধানকে জড়িয়ে ধরে অভিবাদন জানান মোদি৷ ইসরোর কৃতিত্বের জন্য দেশ গর্বিত বলেও মন্তব্য করেন মোদি৷ বিক্রম হারিয়ে গেলেও এখনও হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা৷ একরাশ হতাশা নিয়েও মিরাকলের আশায় বুক বেঁধেছেন ইসরোর বিজ্ঞানীরা৷ শনিবার সকালে ইসরোর প্রধানকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ দু’জন কথা বলেন৷ ইসরোর মনোবল বাড়াতে দেন বার্তা৷
১৩০ কোটি জনতার প্রত্যাশা নিয়ে চাঁদের বুকে হারিয়ে গেল ল্যান্ডার বিক্রম৷ ল্যান্ডারের সঙ্গে রেডিও যোগাযোগ এখনও পর্যন্ত বিচ্ছিন্ন৷ তবে আশার আলো দেখাচ্ছে অরবিটার৷ অরবিটালের সঙ্গে এখনও পর্যন্ত ইসরোর যোগাযোগ বজায় রয়েছে৷ অরবিটার থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন বিজ্ঞানীরা৷ ফলে চন্দ্র অভিযান পুরোপুরি ব্যর্থ তা এখনই বলা যাবে না৷ ইসরোর বিজ্ঞানীদের চাঙ্গা করে পরবর্তী অভিযানের জন্য আগাম শুভেচ্ছে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি৷