ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
বিদেশিদের কাছে পর্যটনকে তুলে ধরতে উদ্যোগী হলেন ঝাড়গ্রামের দুই ভূমিপুত্র অধ্যাপক-শিক্ষক। ইতালির মিলানো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা ও গবেষকদের ১২ জনের একটি প্রতিনিধি দল ঘুরে গেলেন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম রাজবাড়ি, ট্রাইব্যাল ইন্টারপ্রিটেশন সেন্টার, চিল্কিগড়, কেঁন্দুয়া পরিযায়ী পাখিগ্রাম, দুবরাজপুর গ্রাম, ক্রিশ গার্ডেন প্রভৃতি এলাকা বিদেশিদের ঘুরে দেখান শিক্ষক সৌমেন মণ্ডল। অরণ্যসুন্দরী ঝাড়গ্রামের অপরূপ রূপ মুগ্ধ করেছে ইতালির পর্যটকদের। ঝাড়গ্রামের বাসিন্দা তথা নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী ইতালির পর্যটকদের এখানের আসার ব্যবস্থা করেছিলেন। ঝাড়গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি ইতালির পর্যটকরাও। পর্যটক অধ্যাপক আলেকসান্দ্রো ভেসকভি বলেন,‘খুব সুন্দর জায়গা। আমরা ভাবিনি এখানে এরকম পরিবেশ থাকবে বলে।’