ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শুক্রবার সকালে ঝাড়গ্রাম – লোধাশুলি ৫ নম্বর রাজ্য সড়কের গড় শালবনি এলাকায় একটি ওষুধের গাড়ি উল্টে দিলো জঙ্গল থেকে বেরিয়ে আসা এক হাতি। খাবারের খোঁজে বাস লরি ও অন্যান্য যানবাহন থামিয়ে খাবার খোঁজ করে হাতিটি। রাজ্য সড়কে প্রায়ই উঠে পড়ে উপদ্রব চালায় এই রেসিডেন্ট হাতিটি। দীর্ঘদিন ধরে এলাকার জঙ্গলে থাকা এই হাতিটি অল্প খুঁড়িয়ে চলে। তাই স্থানীয় গ্রামবাসীরা হাতিটির নাম দিয়েছেন ‘খড়ু’।