Breaking
26 Dec 2024, Thu

শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিষ্ণু স্যারকে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শিক্ষক দিবসের অনুষ্ঠানে ‘বিষ্ণু স্যার’কে প্রণাম করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের ডিএম হলে তৃণমূলের দু’টি শিক্ষক সংগঠনের সহযোগিতায় এবং শহর তৃণমূলের আয়োজনে শিক্ষক দিবস উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করেন শুভেন্দুবাবু। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী বিষ্ণুপদ রায়কেও সংবর্ধনা দেওয়া হয়। বিষ্ণুবাবুকে উত্তরীয় পরিয়ে শংসাপত্র ও ফুল হাতে তুলে দেওয়ার পরে প্রণাম করেন শুভেন্দুবাবু। অভিভূত বিষ্ণুবাবু শুভেন্দুবাবুর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। খাদ্য দপ্তরের অবসরপ্রাপ্ত পরিদর্শক বিষ্ণুপদ রায় নিজের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি তাঁর প্রয়াত মা রাজবালা রায়ের নামাঙ্কিত একটি ট্রাস্টকে দান করেছেন। ওই ট্রাস্টের মাধ্যমে বহু দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার খরচ বহন করা হয়। বিষ্ণুবাবুর অর্থ সাহায্যে বহু দরিদ্র ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুলশিক্ষক হয়েছেন। সেই কারণে ছাত্রছাত্রী মহলে বিষ্ণুপদবাবু ‘বিষ্ণু স্যার’ নামে পরিচিত।

Developed by