Breaking
25 Dec 2024, Wed

সুগার ফ্রি কেক-মিষ্টি দিয়ে শিক্ষক দিবস পালন ব্রাউন অ্যাবস্-এ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পেশিবহুল দেহসৌষ্ঠব তৈরি করতে গেলে ছাড়তে হবে মিষ্টিজাতীয় খাবার ও জ্যাঙ্ক ফুড। শিক্ষার্থীরা তাই শিক্ষক দিবসে জিমের প্রশিক্ষক শুভদীপ সরকারকে সুগার ফ্রি কেক আর সুগার ফ্রি মিষ্টি খাইয়ে পালন করলেন ‘শিক্ষক দিবস’। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের নুননুনগেড়িয়া এলাকার ‘ব্রাউন অ্যাবস্’ জিমে হল এই অভিনব শিক্ষক দিবস পালন। জিমের শিক্ষার্থী গৌরব দাস, জ্যোতি বিশ্বাস-রা জানালেন প্রশিক্ষক শুভদীপ সরকার চিনি বা মিষ্টি জাতীয় খাবারের উপর বিধিনিষেধ আরোপ করেছেন। তাই তাঁরা সুগার ফ্রি কেক-মিষ্টি দিয়ে শিক্ষক দিবস পালন করলেন। প্রশিক্ষক শুভকে এদিন শিক্ষার্থীরা নানা উপহার দেন। শিক্ষার্থীদের শুভ খাওয়ালেন হাইপ্রোটিন কুসুম ছাড়া সিদ্ধ ডিমের সাদা অংশ।

Developed by