ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মূলত এই পুজো ভাদ্রমাসে হয়। প্রায় ১০০ বছর ধরে চলে আসছে এই প্রথা। পুজোর মূল উদ্দেশ্য, সন্তানের মঙ্গলকামনা। দূর দূরান্ত ম থেকে মহিলারা পুজো দিতে আসেন। এই পুজোর পূজারিণী হলেন পান্ডে পরিবারের মহিলারা খই,গুড়, মিষ্টি,ফলমূলের নৈবেদ্য দেওয়া হয় নদীষষ্ঠীকে।এছাড়া চাষের ফলনের ঝিঙে, ঢেঁড়শ, চালকুমড়ো, বাঁশ গাছ দেবীকে উৎসর্গ করা হয়। গোপীবল্লভপুরের অধিকারী পাড়ায় সুবর্ণরেখা নদীর পাড়ে এই পুজো হয়ে আসছে একশো বছর ধরে।