Breaking
25 Dec 2024, Wed

কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রবীন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-
দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । বুধবার দুপুরে বিধানসভায় গিয়ে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর মমতা নিজেই ওমপ্রকাশবাবুর যোগদানের কথা ঘোষণা করেন। তৃণমূলনেত্রী জানিয়েছেন, এই অধ্যাপক নেতাকে দলের এডুকেশন সেলের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তৃণমূলের কোর কমিটিতেও নেওয়া হবে তাঁকে। বিধানসভায় দেখা যায় রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ওমপ্রকাশবাবু বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকছেন। বেশ কিছু দিন ধরেই বিভিন্ন বাংলা প্ল্যাটফর্মে ওমপ্রকাশ মিশ্র প্রবন্ধ লিখে বার্তা দিতে চাইছেন, বাংলায় এখন বিজেপি-কে ঠেকাতে তৃণমূল-কংগ্রেস জোট জরুরি। অনেকের মতে, এ সব তাঁর কথার কথা। তাঁদের মতে, আসল ব্যাপার হল ওমপ্রকাশবাবু কংগ্রেসের ভিতর কোণঠাসা হয়ে পড়েছিলেন। সোমেন মিত্ররা তাঁকে বিশেষ দর দিচ্ছিলেন না। তাই তিনি তৃণমূলে গিয়েছেন।

Developed by