Breaking
1 Nov 2024, Fri

আনুষ্ঠানিকভাবে ২০২২ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন করলো ফিফা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রতীক প্রকাশিত হল। কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিকভাবে ২০২২ বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ফিফা । দোহার বিভিন্ন জ‌নবহুল স্থান ও পৃথিবীর অন্যান্য শহরে তা প্রদর্শিত হয়েছে। ওই প্রতীকের নকশায় দেখা গিয়েছে আরবের সাদা শাল, যার মধ্যে মেরুন নকশা রয়েছে। প্রতীকটি অনেকটা ইংরেজির আট সংখ্যার মতো দেখতে। এটি ‘ইনফিনিটি’-র প্রতীকের মতোও দেখতে। তলায় লেখা রয়েছে ‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’। দেশের জাতীয় আর্কাইভ, যেটি রাজধানীর দক্ষিণে শেরিবেব জেলায় অবস্থিত, সেখানে এটি প্রদর্শিত হয়। সেই সঙ্গে অশ্বারোহী সেনাদের একটি মিছিলও প্রদর্শিত হয়। হাজার হাজার জনতা বিশ্বকাপের লোগো উন্মোচনের মুহূর্তটির সাক্ষী থাকতে সেখানে হাজির ছিলেন।কাতারের পতাকার রং রয়েছে লোগোটিতে। স্থানীয় সংস্কৃতির ছোঁয়াও রাখা হয়েছে প্রতীকে। মাদ্রিদ, বুয়েনস আয়ার্স ও বেইরুটেও প্রদর্শিত হয় লোগোটি। সেখানকার গুরুত্বপূর্ণ শহরে লোগো প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

Developed by