Breaking
25 Dec 2024, Wed

প্রয়াত মাওবাদী নেতা পতিতপবন হালদার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মৃত্যু হল মাওবাদী নেতা পতিতপাবন হালদারের।আজ সকাল ৬:৩০ নাগাদ যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওবাদী সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক পতিতপবনকে ২০০৫ সালে গ্রেপ্তার করেছিল সিআইডি। মাত্র দুমাস আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। তার আগে ১৪ বছর জেলবন্দি ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে বেকসুর খালাস করার নির্দেশ দেয় আদালত। বুধবার সকালে যাদবপুরের কেপিসি হাসপাতালে প্রয়াত হন তিনি।

সৌজন্যে :- The Bengal Story

Developed by