Breaking
25 Dec 2024, Wed

প্রধানমন্ত্রীর সঙ্গে বসে চন্দ্রযান অবতরণ দেখবে  বর্ধমানের নবম শ্রেণির ছাত্রী ইউসরা আলম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে ইসরোর চন্দ্রযান অভিযান দাখার সুযোগ ছিনিয়ে এনে নজরি গড়ল বর্ধমানের নবম শ্রেণির ছাত্রী৷ গোটা দেশজুড়ে ৬০ জন সফল পড়ুয়াকে এই সুযোগ দেওয়া হচ্ছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে৷স্কুলশিক্ষকের মুখ থেকে প্রতিযোগিতার কথা শুনে অনলাইনে পরীক্ষায় বসেছিলেন বর্ধমানের বেলগ্রামের দিল্লি পাবলিক স্কুলের নবম শ্রেণি ছাত্রী ইউসরা আলম৷ পরীক্ষায় সফল হয়ে আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে চন্দ্রযান অভিযান ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন বাংলার এই পড়ুয়া৷

ইতিমধ্যেই ইসরোর তরফে ইমেল ও ফোন করে বর্ধমানের ওই ছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ইসরোর তরফে আগামী ৬ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা ওই পড়ুয়া ও পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ উপস্থিত থাকার কথা জানানো হয়েছে৷ যাতায়াত থেকে খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থা করেছে ইসরো কর্তৃপক্ষ৷

Developed by