Breaking
25 Dec 2024, Wed

দুই জেলাশাসকের উপস্থিতিতে লোধা সেলের পথ চলা শুরু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দিনটা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই দুই জেলার ক্যালেন্ডারে বিশেষ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকলো। ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে লোধা সমাজের প্রতিনিধি এবং দুই জেলা শাসকের উপস্থিতিতে দুটি জেলার জন্য দুটি লোধা সেল গঠনের সিদ্ধান্ত নিলেন আদিবাসী ও অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের অফিসার অন স্পেশ্যাল ডিউটি সঞ্জয়কুমার থাড়ে। লোধাদের উন্নয়নের জন্য আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২০ তারিখের মধ্যে দুই জেলার লোধাদের সম্পর্কে ব্লক ভিত্তিক রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। বৈঠকের পরে দুই জেলাশাসককে লোধা সেল সাফল্য কামনায় শুভেচ্ছা জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। প্রসঙ্গত, অমূল্যবাবু সম্প্রতি লোধাদের উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। লোধা সমাজের প্রতিনিধিদের কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর কাছেও নিয়ে গিয়েছিলেন অমূল্যবাবু।

Developed by