Breaking
1 Nov 2024, Fri

ছাত্র সংগঠনের দুই ব্লক সভাপতি সহ টিএমসিপি ছাড়লেন প্রায় একশো জন, চাঞ্চল্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সমস্ত সদস্য পদত্যাগ করলেন। তারা টিএমসিপি ছেড়ে দিলেন। টিএমসিপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সত্যরঞ্জন বারিককে লিখিতভাবে তারা জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস ধরেই ঝাড়গ্রাম জেলার কলেজগুলিতে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসিপির মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। কলেজগুলিতে গোলমালের ঘটনা ঘটছে। সাঁকরাইল কলেজে কিছুদিন আগে উভয় পক্ষের গোলমালে টিএমসিপি সমর্থক দুই ছাত্রীসহ তিনজনকে এবিভিপির সদস্যরা মারধর করে বলে অভিযোগ। কিন্তু ওই ঘটনায় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাননি বলে অভিযোগ পদত্যাগী টিএমসিপি সদস্যদের। তাই ক্ষুব্ধ হয়ে সাঁকরাইল ব্লক টিএমসিপির সভাপতি দীপক বেরা সহ জনা পঞ্চাশ সদস্য মঙ্গলবার সংগঠন ছেড়েছেন। নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন মানিকপাড়া এলাকার টিএমসিপি কর্মীরাও টিএমসিপির ঝাড়গ্রাম গ্রামীণ সভাপতি সেখ নজরুলের নেতৃত্বে আরো ৪৮ জন টিএমসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিএমসিপির নেতৃত্বের মধ্যে। এদিন সাঁকরাইল কলেজে পদত্যাগী টিএমসিপি সদস্যরা কলেজ লাগোয়া এলাকা চত্বর থেকে টিএমসিপির পতাকা, ফেস্টুন ও ব্যানার খুলে নেন।

Developed by