ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: কথা রাখলেন না পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। কিছুদিন আগেই ভারী বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী এলাকা জলে ডুবে গিয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ভারী বৃষ্টি হলেই নিকাশি নালা উপচিয়ে ডুবে যায় এলাকার রাস্তাঘাট। রাস্তা জলে ডুবে যাওয়ায় হাঁটাচলায় সমস্যা হয়। এলাকায় গরিব মানুষের বাস। বেশী বৃষ্টি হলেই মাটির বাড়িতেও জল ঢুকে যায়। বৃষ্টিতে সোমবার গভীর রাতে জল জমে গেল আনন্দপল্লীতে। মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল, রাস্তায় জল জমে রয়েছে। বাসিন্দাদের বাড়ির ভিতরেও জল। বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এক্সিকিউটিভ অফিসারকে ফোন করে সমস্যার কথা জানান। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ওই আধিকারিক বাসিন্দাদের বলেন, তোমরা নালা কেটে জলটা বের করে দাও। বাসিন্দাদের প্রশ্ন, তাহলে পৌরসভা আছে কি করতে?