Breaking
25 Dec 2024, Wed

ঠেকনা ক্লাবের উদ্যোগে শুরু হল গনেশ পুজো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : গনেশ পুজো কে কেন্দ্র করে যখন আরবসাগরের তীরে অবস্থিত বাণিজ্য নগরী মুম্বাই থেকে শুরু করে গঙ্গার তীরে অবস্থিত কলকাতা সবাই মেতে উঠে তখন কি সেই আনন্দ থেকে কি বিরতি থাকা যায় । যদিও ঝাড়গ্রাম শহরে কালী পুজোর জন্য ঠেকনা ক্লাব বিখ্যাত ।তাই এই কটাদিন সিদ্ধিদাতাকে নিয়ে মেতে উঠেছে ঠেকনা ক্লাব ।

এলাকার আশেপাশে হয়না কোন গণেশ পুজো । পুজো দেখতে গেলে যেতে হয় রেললাইন পেরিয়ে শহরের ওপারে । তাই প্রতিবছর গণেশ পুজো হলে অন্যান্য এলাকায় আনন্দ-উচ্ছ্বাস থাকলেও সে উচ্ছ্বাস থাকতোনা ঠেকনা ক্লাব চত্বর এলাকায় । গণেশ পুজোয় মেতে উঠার জন্যই এ বছর থেকে ঠেকনা ক্লাবের উদ্যোগে শুরু হল গণেশ পুজো ।

Developed by