ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝড়ের গতিতে এক্সপ্রেস গাড়ি ছুটে আসছে উভয় লাইন দিয়ে। কিন্তু তর সইছে না কারোর। বেআইনি ভাবে চলছে গেটের নিচ দিয়ে লাইন পারাপার। ঝাড়গ্রাম শহরের কদমকানন রেল গেট বন্ধ থাকলে বেআইনি ভাবে লাইন পার হন অনেকেই। সোমবার সকালে পরপর তিনটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন যাওয়ার জন্য আধ ঘন্টারও বেশী সময় বন্ধ ছিল রেল গেট। ওই সময় প্রতিদিনের মত গেটের নিচ দিয়ে মোটর বাইক ও সাইকেল নিয়ে লাইন পেরোতে গিয়ে দু’দিকে জ্যাম হয়ে যায়। সমস্যা মেটাতে কদমকানন রেল ক্রশিং এলাকায় পথচারী ও সাইকেল-বাইক আরোহীদের জন্য একটি আন্ডারপাস বা দ্বিতীয় উড়ালপুল তৈরী করা দরকার। বন্ধ রেল গেট পেরোতে গিয়ে এর আগে দুর্ঘটনায় কয়েক জনের মৃত্যু হয়েছে। তাই রেল গেটের দু’দিকে নজরদারিও দরকার।