ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পচাপানি গ্রামে যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা কিছুদিন আগে রাস্তায় ধানের চারা পুঁতে দিয়ে অবরোধও করেছিলেন। বিধায়ককে পেয়ে রাস্তার দাবি জানালেন বেলপাহাড়ির পচাপানি গ্রামের বাসিন্দারা। রবিবার বাঁশপাহাড়ি পঞ্চায়েতের পচাপানি গ্রামে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গিয়েছিলেন বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম। বিধায়ক আশ্বাস দেন,’পঞ্চায়েত সমিতির মাধ্যমে ঢালাই রাস্তা করার জন্য তিনি সংশ্লিষ্ট মহলে কথা বলবেন। প্রয়োজনে রাস্তার জন্য বিধায়ক তহবিল থেকে অনুদানও দেবেন।’ এদিন বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পচাপানি গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিধায়ক।