ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নন নেট ফেলোশিপে স্কলারশিপের টাকা না পাওয়ায় বিশ্বভারতীর গেটের সামনে ব্যানার নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছে গবেষকরা। তাঁদের অভিযোগ, নন নেট ফেলোশিপ নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি প্রায় ২০০ জন গবেষকদের প্রাপ্য মোট ফেলোশিপের মাত্র এক তৃতীয়াংশ প্রদান করেছে বিশ্বভারতী। বাকি টাকা এখনও পর্যন্ত পাননি গবেষকরা। অন্যদিকে, প্রায় একবছর হয়ে গেলেও ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গবেষকরা ফেলোশিপের টাকা পাননি বলে অভিযোগ। এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার তাঁদের আলোচনাও হয়। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি। অন্যদিকে ২০১৯ শিক্ষাবর্ষে গবেষকদের ভর্তি প্রক্রিয়া হয়েছে গতকাল। অভিযোগ, সেখানে গবেষকদের এই মর্মে লিখিয়ে নেওয়া হয়েছে যে তাঁরা কোনরকম নন নেট ফেলোশিপের আবেদন করতে পারবেন না। কিন্তু ইউজিসি এখনও নননেট ফেলোশিপ চালু রেখেছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে। গবেষকদের একপ্রকার অন্ধকারে রাখার চেষ্টা চালাচ্ছে বিশ্বভারতী। তাই এদিন বাধ্য হয়েই তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন।