Breaking
24 Dec 2024, Tue

‘স্মরণ’ এর উদ্যোগে সচেতনতা অনুষ্ঠান করা হল কাঁটাবাড়ির শবর পল্লীতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্মরণ’ এর উদ্যোগে সচেতনতা অনুষ্ঠান করা হল কাঁটাবাড়ির শবর পল্লীতে। সেখানে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও শিশুদের শিক্ষার জন্য সচেতনতা অনুষ্ঠান করা হয়। বর্ষার জন্য এদিন ব্লিচিং , ডিটারজেন্ট, সাবান ,গামছা , শেম্পু বিতরণ করা হয়। বাচ্চাদের দেওয়া হয় নোটবুক সহ শিক্ষণীয় নানা জিনিসপত্র।

Developed by