ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- মাসখানিক শান্ত থাকার পর ফের অশান্ত বারাকপুর৷ সকালে শ্যামনগরের পর, দুপুরে রণক্ষেত্র এবার কাঁকিনাড়া৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ পার্টি অফিস দখল ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল বিজেপি সাংসদ অর্জুনের৷ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শূন্যগুলি পুলিশ৷ লাটি, কাঁদানে গ্যাস পুলিশের৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অন্দরে৷
অভিযোগ, স্থানীয় একটি পার্টি অফিস দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়৷ শ্যামনগরের বিজেপির একটি পার্টি অফিস পুনর্দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ তৈরি হয়৷ পার্টি অফিস দখলের প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা৷ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়৷ সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হন বিজেপি সংসদ৷ তাঁর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়৷ গোটা ঘটনার পিছনে পুলিশকে দায়ী করেছেন বিজেপির সংসদ৷ তাঁর অভিযোগ, পুলিশ তাঁর মাথায় আঘাত করেছে৷ পড়েছে ১০টি সেলাই৷ যদিও, গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷