Breaking
23 Dec 2024, Mon

টাকা না দেওয়ায় ট্রেন যাত্রীকে হেনস্থা, গ্রেপ্তার বৃহন্নলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: টাটাগামী ডাউন স্টিল এক্সপ্রেসের যাত্রীকে হেনস্থার অভিযোগে এক বৃহন্নলাকে গ্রেপ্তার করল খড়্গপুর রেল পুলিশ। শনিবার সন্ধ্যার ঘটনা। ওই যাত্রীর অভিযোগ, ডি-১ কামরায় ছিলেন ওই যাত্রী। ওই যাত্রীর অভিযোগ, একজন বৃহন্নলা এসে টাকা দাবি করে। ওই যাত্রী টাকা দিতে অস্বীকার করলে বৃহন্নলা অশ্লীল গালিগালাজ করে বলে অভিযোগ। ওই যাত্রীকে হেনস্থা করা হয়। ওই যাত্রী ফোন করে রেলের এক আধিকারিক ঘটনাটি জানান। এরপরই খড়্গপুর আরপিএফ থেকে ওই যাত্রীকে ফোন করা হয়। খড়্গপুরে ট্রেন পৌঁছতেই ওই যাত্রীর লিখিত অভিযোগ নেয় রেল পুলিশ। এরপর ট্রেনে তল্লাশি চালিয়ে ওই বৃহন্নলাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। স্টিল এক্সপ্রেসে বৃহন্নলাদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু যাত্রীরা প্রতিবাদ করার সাহস পান না। টাকা না দিলে বৃহন্নলারা যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে। বৃহন্নলাদের টাকা না দিয়ে প্রতিবাদ করুন, রেলে অভিযোগ জানান।

দক্ষিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, চলন্ত ট্রেনে অভিযোগ পাওয়ার পর ট্রেনে হানা দিয়ে বৃহন্নলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান রেল চালাচ্ছে। আগামী দিনেও অভিযান চালানো হবে।

Developed by