ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ :- কলকাতা মেট্রোর সুরক্ষা নিয়ে হাজারও অভিযোগের মাঝেও উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর মেট্রো রেল। এমনিতেই পাতালে প্রবেশ করলে মোবাইলের টাওয়ার মেলে না, কথা বলা যায় না, এধরনের বহু অভিযোগে বরাবর সরব মেট্রো যাত্রীরা। সেসব অভিযোগ খারিজ করতে এই ওয়াইফাই পরিষেবা চালুর ভাবনা। পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মেট্রো রেল সূত্রে খবর। অক্টোবরের গোড়াতেই পুজো। তাই পুজোর সময়ে যাতায়াতের সুবিধার জন্য মেট্রো ব্যবহারকারীরাও খুব সহজেই পাতালপথেও সমস্ত পরিষেবার সুযোগ পাবেন।
প্রান্তিক স্টেশন কবি সুভাষ ছাড়াও কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি,শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুলে ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গিয়েছে। মেট্রো সূত্রে খবর, অন্যান্য ২৪টি স্টেশনেও সেপ্টেম্বরের মধ্যেই ওয়াইফাই পরিষেবা মিলবে। পুজোর আগে এই খবরে স্বভাবতই খুশি যাত্রীরা।
মেট্রোর এই সিদ্ধান্তে যাত্রীরা খুশি হলেও, অনেকেই প্রশ্ন তুলছেন। মেট্রোর নিরাপত্তাই যেখানে এখনও নড়বড়ে, সেখানে নিরপত্তায় নজর না দিয়ে কেন ওয়াইফাই বসানোর কাজে ব্যয় করা হচ্ছে? অনেকের মতে, কলকাতা শহরে মেট্রো এখন একেবারেই দৈনন্দিন প্রয়োজনের একটা অংশ। সেখানে সুরক্ষা নিশ্চিত না করে এই পরিষেবা চালু করা নিতান্তই বিলাসিতা।