Breaking
23 Dec 2024, Mon

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৭তম ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৭তম ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ২২টি কলেজের টিম। তার মধ্যে ফাইনাল উঠে হলদিয়া গভর্মেন্ট কলেজ ও গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের মধ্যে৷ এই খেলায় হলদিয়া গভর্মেন্ট কলেজকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে সুবর্ণরেখা মহাবিদ্যালয়। জয়ী ফুটবল টিম গোপীবল্লভপুর পৌঁছোলে হাতিবাড়ি মোড় শোভাযাত্রার মাধ্যমে কলেজের গেট পর্যন্ত অভ্যর্থনা জানিয়ে নিয়ে যায় কলেজ পড়ুয়ারা।

Developed by