Breaking
23 Dec 2024, Mon

সোমবার সরকারি কর্মীদের ছুটি ঘোষণা রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ :- রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর৷ ছুটির বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর সোমবার ছুটি৷ ‘কারাম পুজো’ উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে৷ তবে এই ছুটি উপভোগ করতে পারবেন শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের সরকারি কর্মীরাই৷ আদিবাসী এলাকায় অবস্থিত সরকারি দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন৷

বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, আদিবাসী অধ্যুষিত এলাকা কিংবা আদিবাসী সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন৷ তবে, কারাম পুজোর জন্য আদিবাসী কর্মীদের ছুটি গ্রহণযোগ্য হলেও অন্য কর্মীদের তা প্রযোজ্য হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

আদিবাসী সম্প্রদায়ের একটি উৎসব৷ কারাম যৌবন ও তারুণ্যের প্রতীক৷ কৃষিভিত্তিক পুজো বলে পরিচিত এই কারাম পুজো৷ ভাদ্র মাসের পূর্ণিমার ১১ দিনের মাথায় উদযাপিত হয়ে থাকে এই পুজো৷ মূলত তরুণ প্রজন্ম এই পুজো করে থাকেন৷

Developed by