Breaking
23 Dec 2024, Mon

জঙ্গল কার দখলে থাকবে ? দু’জনের লড়াইয়ে প্রাণ গেল এক হাতির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ যেন এলাকা দখলের লড়াই! আর তাতেই প্রাণ গেল একটি হাতির। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া রেঞ্জের পাতরিশোল বীটের মাগুরাশোল মৌজায় বৃহস্পতিবার সকালে পড়ে ছিল মৃত হাতির দেহ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত হাতিটি এলাকার রেসিডেন্সিয়াল হাতি হিসেবে পরিচিত ছিল। গত কয়েকদিন আগেই ওই জঙ্গলে ২৫ – ৩০টি হাতির দল ঢুকে পড়ে। জঙ্গলের রাজত্ব কার দখলে থাকবে তা নিয়েই লড়ায় বাঁধে দুই হাতির মধ্যে। যার জেরেই প্রাণ যায় রেসিডেন্সিয়াল হাতিটির। বনদপ্তর কিভাবে হাতিটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে।

Developed by