Breaking
23 Dec 2024, Mon

মশাবাহিত রোগ ঠেকাতে সচেতনতা প্রচার দুই স্কুলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বর্ষাকাল এলেই বাড়ে মশা বাহিত রোগের প্রকোপ। তাই মশা বাহিত রোগ ঠেকাতে নিমল বিদ্যালয় সপ্তাহে সচেতনতা প্রচার শুরু করল লালগড়ের বেলাটিকরি অঞ্চলের গোপালপুল প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর জুনিয়র হাইস্কুল কর্তৃপক্ষ। বুধবার দু’টি স্কুলে পালিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। শুরু হল সচেতনতা-প্রচার কর্মসূচি। দু’টি স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রা করেন শিক্ষক-শিক্ষিকারা। এলাকাবাসীকে সচেতন করার জন্য ওই কর্মসূচি থেকে জানানো হল, কীভাবে মশাবাহিত রোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে হবে। যেখানে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাড়ি ও লোকালয়ের আশেপাশে জল জমতে দেওয়া যাবে না। খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। দু’টি স্কুলের কর্তৃপক্ষ জানালেন, নির্মল বিদ্যালয় সপ্তাহে ডেঙ্গু সচেতনতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুলের কাছে যাতে তামাক জাতীয় নেশার সামগ্রী যাতে বিক্রি না হয়, সে ব্যাপারেও সচেতনতা প্রচার চালাচ্ছে ছাত্রছাত্রীরা।

Developed by