Breaking
23 Dec 2024, Mon

দহিজুড়িতে মানবিকতার কাছে হার মানল জাতপাতের বেড়াজাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: দহিজুড়ির বাসিন্দা তরুণ চন্দর শেষযাত্রায় সামিল হলেন দহিজুড়ি অঞ্চল যুব তৃণমূলের সভাপতি সেক নাসিরুদ্দিন। শববাহী বাঁশের খাটিয়ায় কাঁধ দিয়ে শ্মশানের উদ্দেশ্যে বয়ে নিয়ে গেলেন নাসিরুদ্দিনবাবু। তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে এলাকার মানুষের পাশে সারা বছর থাকি। তরুণকাকুকে ছোটবেলা থেকে চিনি। সবার উপরে মানুষ সত্য এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই তরুণবাবুর শেষ যাত্রায় তাঁর দেহ কাঁধে নিয়ে শ্মশানে গিয়েছি।’ শুধু নাসিরুদ্দিনই নয়, দহিজুড়ির বিভিন্ন পেশায় মুসলিম ভাইয়েরাও শেষ যাত্রায় যোগ দিয়েছিলেন। তরুণবাবুর শ্যালক শিবু দে বলেন, ‘নাসির ভাইরা যেভাবে এগিয়ে এসেছিলেন, আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই।’

Developed by