Breaking
24 Dec 2024, Tue

প্রযুক্তি শিক্ষার উদ্ভাবনী স্বপ্ন দেখাতে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া হল খড়্গপুর আইআইটিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লায়ন্স মডেল হাইস্কুলের আগ্রহী পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হল খড়্গপুর আইআইটি। সারাটা দিন সেখানে কাটাবে ছাত্রছাত্রীরা। ঘুরে দেখবে আইআইটি চত্বর। বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বাস ভাড়া করে পড়ুয়াদের খড়্গপুরে নিয়ে যাওয়া হয়। স্কুলের প্রধানশিক্ষিকা রেখা করণ বলেন,’আইআইটি কর্তৃপক্ষের আমন্ত্রণ ও সহযোগিতায় এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। আইআইটি কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।’ রেখাদেবী জানান, এই ভ্রমণের উদ্দেশ্য,’উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যারা আইআইটিতে পড়ার স্বপ্ন দেখে তাদের কাছে এই প্রযুক্তি-প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ তুলে ধরা।’ খুদে পড়ুয়াদের কাছে এরকম নতুন চিন্তা-ভাবনার আকর্ষণীয় করে তোলার জন্য স্কুল কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানাই ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে।

Developed by