Breaking
24 Dec 2024, Tue

স্বর্গীয় নলিনী ও আভারানী মজুমদার স্মৃতি ফুটবল কাপ চলছে ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বর্গীয় নলিনী ও আভারানী মজুমদার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। ২৭ ও ২৮ তারিখ দু’দিন ব্যাপী বিশাল মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে অরুনোদয় ক্লাব। ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনীতে এই খেলা হচ্ছে।

এই খেলার জন্য আর্থিক সহযোগিতা করছেন স্বর্গীয় নলিনী ও আভারানী মজুমদারের পুত্র প্রশান্ত মজুমদার। ফাইনালে বিজয়ী দলকে ১২০০১ টাকা ও বিজিত দলকে ৮০০১ টাকা এবং ট্রফি দেওয়া হবে।

Developed by