ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ কি বাংলার সংস্কৃতি ! একজনের মূর্তি সরিয়ে অন্যজনের মূর্তি বসানো নিয়ে প্রশ্নটাই এখন লাখ টাকার ! ঘটনাটি ঝাড়গ্রাম জেলার
সাঁকরাইলের অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ে। অনিল বিশ্বাসের নামাঙ্কিত কলেজে তাঁর একটি অবয়ব মূর্তি স্থাপন করা ছিল। অভিযোগ ২০১২ সালের পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেই মূর্তি ভেঙে ফেলা হয়। বর্তমানে সেখানেই বিবেকানন্দের মূর্তি বসানো হয়। আর চারপাশে টাইলস বসানো হলে তা বাইরে থেকে দৃশ্যমান সেই পুরোনো ফলক।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, মনীষীদের মূর্তি কলেজে বসানো হোক, তবে কখনােই তা কারাের মূর্তি ভেঙে বা সরিয়ে নয়।