ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ট্রেনের ধাক্কায় লেজ কেটে গিয়েছে পথ কুকুরটির। পিছনের দুটি পা গুরুতরভাবে জখম হয়েছে। অসুস্থ কুকুরটির চিকিৎসা করে মানবিকতার নজির গড়লেন ঝাড়গ্রাম শহরের সংঘমিত্র ব্যায়াম সমিতির সদস্যরা। মঙ্গলবার রাত থেকে ক্লাব প্রাঙ্গণেই চিকিৎসা চলছে ‘কালু’ নামের ওই কুকুরটির। গত শনিবার রাতে স্টেশন পাড়ার কাছে রেল লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় আহত হয় কুকুরটি। তারপর থেকে কুকুরটিকে এলাকায় দেখা যাচ্ছিল না।
সংঘমিত্র ব্যায়াম সমিতির সম্পাদক বিপ্লব মিদ্যা জানান, মঙ্গলবার ক্লাবের কাছে একটি আইসিডিএস-এর রান্না ঘরের ত্রিপলের ছাউনির তলায় জখম কালুকে শুয়ে থাকতে দেখা যায়। এরপরই পশুপ্রেমী সোমনাথ দাস ও শঙ্কর ঘোষকে খবর দেওয়া হয়। তাঁরা এসে কুকুরটির শুশ্রূষা শুরু করেন। সকলের প্রার্থনা, কালু সুস্থ হয়ে উঠুক। কালুর জন্য স্যালাইন, ইনজেকশন ও ওষুধ কিনেছেন ক্লাবের সদস্যরাই।