Breaking
24 Dec 2024, Tue

রাঁচী প্রেস ক্লাবের সম্মান পেলেন ঝাড়গ্রামের ভূমিকন্যা লোকশিল্পী মধুশ্রী হাতিয়াল

ঝাড়গ্রাম নিউজ ফ্যাশ ডেস্ক: সঙ্গীত-নাটক অ্যাকাডেমির বিসমিল্লা খান যুবা পুরস্কার প্রাপ্ত ঝুমুর গানের শিল্পী মধুশ্রী হাতিয়ালকে সম্মানিত করল রাঁচী প্রেস ক্লাব। মঙ্গলবার রাঁচী প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মধুশ্রীর হাতে স্মারক ও শাল দিয়ে সংবর্ধিত করেন ঝাড়খণ্ড রাজ্যের সংস্কৃতিমন্ত্রী অমর বাউরি। ছিলেন রাঁচির সংসদ সদস্য সঞ্জয় শেঠ, রাঁচী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশ পাণ্ডে, প্রেস ক্লাবের সম্পাদক রাজেশ সিং প্রমুখ।

Developed by