Breaking
24 Dec 2024, Tue

পুজোর আগে পশ্চিমবঙ্গে পা রাখছেন অমিত শাহ,জেপি নাড্ডা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-লোকসভা ভোটে এসেছে ১৮টি আসন। কিন্তু এখানেই শেষ নয়! কিন্তু ঢিলেমি দিতে নারাজ দিল্লি নেতৃত্ব। ২০২১ সালকে পাখির চোখ করে নেমে পড়েছেন দিল্লির নেতারা। এবার সাংগঠনিক রদবদল করে বাংলায় দলকে গুছিয়ে নিতে চাইছেন শাহ-মোদী। পুজোর আগে পশ্চিমবঙ্গে পা রাখছেন অমিত শাহ। থাকবেন ২দিন। দলের কার্যকরী সভাপতি হওয়ার পর রাজ্য সফরে আসতে চলেছেন জেপি নাড্ডাও।
সূত্রের খবর, দলের সাংগঠনিক রদবদল ও রণনীতি সাজিয়ে দিতে রাজ্যে আসছেন অমিত।

Developed by