ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: স্থায়ীকরনের দাবিতে মঙ্গলবার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা।
এদিন ঝাড়গ্রাম শহরে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের কাছে জমায়েত করেন সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা। তাঁদের দাবি, ২০১৪ সলে তাদের ট্রেনিং দেওয়া হয় । কিন্তু এখনও পর্যন্ত কাজ দেওয়া হয়নি । প্রতি মাস কাজ, সরকারী কর্মীদের সমান মর্যদা, ৬০ বছর বয়স পর্যন্ত স্থায়ী কর্মী হিসেবে নিয়োগের দাবি করেছেন সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা।
প্রাকৃতিক দুর্যোগের দিনে বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধীনে উদ্ধার কাজের জন্য বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সারা বছর কাজ না থাকায় বেকার হয়ে পড়ছেন বলে অভিযোগ করেন তাঁরা ।